২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা প্রয়াত সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহরুফা হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে জানাজা অনুষ্ঠিত হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এবং ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, মৃতের সহকর্মী ও আত্মীয়স্বজন জানাজায় অংশ নেন।
জানাজা শেষে আইজিপি, ডিএমপি কমিশনার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, বিসিএস উইমেন নেটওয়ার্ক এবং ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্যগণ কফিনে পুষ্পস্তবক অর্পণ করে মৃতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মাহরুফা হোসেনের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, মাহরুফা হোসেন সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আইজিপির শোক : এএসপি মাহরুফা হোসেনের অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। আইজিপি মৃতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
