
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে ‘হ্যালো পুলিশ, মানিকগঞ্জ’ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সেন্টারের উদ্বোধন করেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএমের পরিকল্পনা ও নির্দেশনায় মানিকগঞ্জের এসপি মোহাম্মাদ গোলাম আজাদ খান দীর্ঘদিন ধরে হ্যালো পুলিশ সার্ভিস সেন্টারের মাধ্যমে পুলিশি সেবা কার্যক্রম চালিয়ে আসছিলেন। আজ সেটি উদ্বোধন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী হ্যালো পুলিশ মানিকগঞ্জ সার্ভিস সেন্টার থেকে সুফলভোগীদের সঙ্গে আলাপের পর বলেন, “বাংলাদেশ পুলিশ ভালো কাজ করছে, সেটা দেশের মানুষ একবাক্যে স্বীকার করে। ইতিমধ্যে শতাধিক বিভিন্ন পর্যায়ের সুবিধাবঞ্চিত ও অহেতুক হয়রানির শিকার নারী-পুরুষ পুলিশ সুপারের এই ব্যতিক্রমী উদ্যোগ ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জের’ সুফল পেয়েছেন।”
ওই সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।