
প্রাণছোঁয়া উচ্ছ্বাস আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেরপুর পৌর লেডিস ক্লাব ও পৌরসভার আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধন হয়েছে।
শেরপুর পৌরসভা চত্বরে ফিতা কেটে বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বিপিএম।
এর আগে পৌর মিলনায়তনে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে পিঠা উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার এসপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, শেরপুর পৌর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা লিপি।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পৌরসভা চত্বরে দেশের ঐতিহ্যবাহী বাহারি ও সুস্বাদু পিঠায় সাজানো ১৬টি স্টল পরিদর্শন করেন এবং প্রতিটি স্টল থেকে পিঠা কিনে উৎসাহ দেন।