
ভালো কাজের স্বীকৃতি হিসেবে সোনাডাঙ্গা মডেল থানার কর্মকর্তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা বিপিএম-সেবা।
কেএমপি হেডকোয়ার্টার্সে নিজ কার্যালয়ে সোমবার বেলা ২টা ৫ মিনিটে কমিশনার এ পুরস্কার দেওয়া শুরু করেন।
বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার এবং ছিনতাই করা চারটি সোনার চেইন উদ্ধারের স্বীকৃতি হিসেবে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মমতাজুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান মৃধা, এসআই (নিরস্ত্র) সুকান্ত দাশ, এসআই (নিরস্ত্র) মামুন হোসেন, এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান, এসআই (নিরস্ত্র) সুমন মন্ডল, এসআই (নিরস্ত্র) সুব্রত কুমার বিশ্বাস, এসআই (নিরস্ত্র) মামুন হোসেন এবং এএসআই (নিরস্ত্র) জয়দেব মন্ডল পুরস্কার পান।