পুলিশি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পুলিশ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি টিম ওই থানা এলাকায় গতকাল রোববার মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নিমিত্তে অভিযান চালায়।

এ সময় সিঙ্গারবিল ইউপির উথারিয়াপাড়া টু চাউড়াগামী রোডের সিঙ্গারবিল মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে পিয়ারা বেগম (৩০) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এরপর তার হেফাজত থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।