
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)।
রোববার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইনসের ড্রিল সেডে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএমপির সব সদস্যের কল্যাণ সাধনে গত মাসের আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি চলতি মাসে বিএমপি সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে কল্যাণমূলক সিদ্ধান্ত নেন তিনি। পুলিশ সদস্যদের আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে সবার সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
কল্যাণ সভার শুরুতে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) কর্মরত সদ্য প্রয়াত উপপরিদর্শক (এসআই) মো. আ. হালিমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে বিএমপিতে কর্মরত টিএসআই মো. মজিবর রহমান, এটিএসআই যতিন্দ্র নাথ রায়, কনস্টবল মো. ফোরকান আকনকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁদের হাতে ফুল, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড পিএমটি) রুনা লায়লার সঞ্চালনায় উপপুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপপুলিশ কমিশনার (সিএসবি) বি এম আশরাফ উল্যাহ তাহেরসহ বিএমপির পদমর্যাদার পুলিশ সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।