ঢাকার আশুলিয়া থেকে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। ওই সময় তাঁদের কাছ থেকে ২৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন—মো. রিংকু ইসলাম (২৫) ও মো. নাজমুল প্রামানিক (২২)। খবর ঢাকা পোস্টের।
আজ শুক্রবার র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম বলেন, আজ ভোরে র্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আসামিদের বরাতে র্যাব কর্মকর্তা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা এনে সাভার, ধামরাই, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তাঁদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।