চালিভাঙ্গা নৌ পুলিশের অভিযানে উদ্ধার কারেন্ট জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুমিল্লার চালিভাঙ্গা নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে একটি প্রাকৃতিক জলাশয় থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও কৃত্রিম বাঁশের বানা ধ্বংস করেছে।

গতকাল বুধবার নৌ থানার ইনচার্জের নেতৃত্বে একটি টিম নিয়মিত জাটকা ও প্রাকৃতিক প্রবহমান জলাশয়ে দেশি জাতের মাছের স্বাভাবিক বংশবিস্তার বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত টহল ও অভিযান চালায়। এ সময় কৃত্রিম বানা ধ্বংস করে ২৬টি বাঁশ ফাঁড়ি হেফাজতে নেওয়া হয় এবং ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।