চাঁদপুর নৌ-থানার পুলিশের অভিযানে উদ্ধার গাঁজা। ছবি: বাংলাদেশ পুলিশ।

চাঁদপুর নৌ-থানার পুলিশের অভিযানে ছয় কেজি গাঁজা, ১ লাখ ৭২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬১ কেজি জাটকা উদ্ধার হয়েছে।

নৌ-থানার পরিদর্শক এবং সঙ্গীয় অফিসার ফোর্স গতকাল বুধবার মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ১ লাখ ৭২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬১ কেজি জাটকা উদ্ধার করে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ৫১ লাখ ৬০ হাজার টাকা এবং জাটকার আনুমানিক মূল্য ৩০ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া চাঁদপুর নৌ থানার অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১ নং টার্মিনালে নোঙর করা এমভি মিতালী-৫ লঞ্চের ৩০৮ নম্বর কেবিনে একটি কালো ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি গাঁজা জব্দ করে। অন্য আরেকটি অভিযানে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে নৌ-পুলিশের টিম।

উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
জব্দ করা মাদক, অবৈধ জাল, মাছ, নিষিদ্ধ পলিথিন ব্যবস্থাপনায় আইনানুগ পন্থা অবলম্বন করা হয়েছে।