পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৪৫ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে মানিকগঞ্জ সদর থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন চিত্ত চন্দ্র দাস (৩৯), রবি চন্দ্র রাজবংশী (৪০), মো. কোহিনুর ইসলাম (৩৯) ও মো. কাজী শরীফ (২৮)। তাঁদের বাড়ি মানিকগঞ্জ সদর থানা এলাকায়।

মানিকগঞ্জ ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, শনিবার রাতে মানিকগঞ্জ সদর থানাধীন বড় সুরুন্ডি এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ চিত্ত ও রবিকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে একই এলাকা থেকে ৩৫ গ্রাম হেরোইনসহ কোহিনুর ও শরীফকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।