চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ
অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (৩৬) ও মো. নীলু নামের দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা বাজারের ব্যাগ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।