
’ব্যক্তি সংঘ’ খাতে দ্বিতীয় সর্বোচ্চ আয়কর প্রদানকারী সংস্থা নির্বাচিত হয়েছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট।
এর স্বীকৃতি হিসেবে বুধবার (২৮ ডিসেম্বর) সংস্থাটির কাছে ট্যাক্স কার্ড সম্মাননাপত্র ও স্মারক হস্তান্তর করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এ সময় ট্যাক্স কার্ড সম্মাননা স্মারক গ্রহণ করেন অতিরিক্ত আইজি (ফিন্যান্স) মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ডিআইজি (ফিন্যান্স) মো. মাহবুবুর রহমান ভূইয়া বিপিএম (বার), অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ) ড. শোয়েব রিয়াজ আলম।
জানা যায়, জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরে ’ব্যক্তি সংঘ’ খাতে দ্বিতীয় সর্বোচ্চ আয়কর প্রদানকারী সংস্থা নির্বাচিত হয়েছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট।