হাইওয়ে কুমিল্লা রিজিয়নের মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে দেবীদ্বার থানা এলাকা থেকে আসামি ইমদাদুল হাসান সোহাগকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায়।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে দেবীদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।