
মাননীয় কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আবদুর রাজ্জাক, এমপি আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শেরপুর সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।