
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি ও সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় সাহার বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিদায়ী কর্মকর্তাদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জ-এর পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামান।
এ ছাড়া সদ্য যোগ দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ, পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই ইউনিটের সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকসহ অন্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।