জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। বাংলাদেশ সময় ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টার ম্যাচে নেইমারের দল সার্বিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে।

জি’ গ্রুপে এই ম্যাচটি ছিল ব্রাজিল ও সার্বিয়ার প্রথম ম্যাচ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ব্রাজিল। ম্যাচের ৬২ ও ৭৩ মিনিটে গোল দুটি করেন রিচার্লিসন।

পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখেছিল ব্রাজিল। ৪১ শতাংশ ছিল সার্বিয়ার দখলে। ব্রাজিল শট নেয় ২২টি। এর মধ্যে টার্গেটে ছিল আটটি। সার্বিয়ার শট পাঁচটি। এর মধ্যে একটিও ব্রাজিলের গোলমুখে ছিল না।