কুড়িগ্রাম জেলা পুলিশের আলাদা অভিযানে ৫০০টি ইয়াবা বড়ি ও ৫০ বোতল ফেনসিডিলসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন।
জেলার উলিপুর থানার উত্তর বালা ডোবা এলাকা থেকে সোমবার সন্ধ্যা পৌনে ৫টার দিকে ৫০০ ইয়াবা বড়িসহ কারবারি ছমের আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে নাগেশ্বরী থানা পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে আক্তারী বেগম ওরফে মুন্নী (৪৫), রাবেয়া বেগম (৬০), রওশন আরা (৪০) ও মর্জিনা বেগম (৩০)।