
লাইফস্টাইল এবং সমসাময়িক স্বাস্থ্যবিষয়ক সেমিনারের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশ লাইনসের মাল্টিপারপাস ড্রিলশেডে রোববার লাইফস্টাইল সম্পর্কিত সেমিনার ও সব স্তরের পুলিশ সদস্যদের জন্য ফ্রি ইন্টেন্সিভ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করে বলেন, ‘কুড়িগ্রামের সম্মানিত ডাক্তারদের সহযোগিতায় এ রকম মেডিকেল ক্যাম্প প্রায়শ আয়োজন করা হবে।’
তিনি পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের উন্মুক্ত এই ক্যাম্পের সেবা নির্বিঘ্নে গ্রহণ করার আমন্ত্রণ জানান।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাইনুদ্দিন আহমেদ, ডা. তসলিমা আক্তার ও ডা. শক্তি শঙ্কর চক্রবর্তী।
দিনব্যাপী আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে শতাধিক পুলিশ ও তাঁদের পরিবারের সদস্যরা সেবা গ্রহণ করে পুলিশ সুপার ও জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যদের নিরন্তর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
ডা. মাইনুদ্দিন আহমেদ লাইফস্টাইলবিষয়ক সেমিনারে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, ডায়াবেটিস, হাইপারটেশন, ডেঙ্গু, করোনাভাইরাসসহ চলমান সময়ের জনস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।