পুলিশি হেফাজতে গাঁজাসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের লাকসাম ক্রসিং হাইওয়ে ফাঁড়ি অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
আজ ৭ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে লাকসাম ক্রসিং হাইওয়ে ফাঁড়ির এসআই মো. মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুমিল্লা জেলার লালমাই থানাধীন কেশনপাড়া গ্রাম থেকে মো. ফয়সাল, মো. আবুল হোসেন ও মো. কাউসার হোসেন নামের তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের কাছ থেকে তিনটি পোঁটলায় ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৬০ হাজার টাকা।
এ ছাড়া গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং ট্রাকের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।