
কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক সেমিনার এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) কুড়িগ্রাম পুলিশ লাইনসের মাল্টিপারপাস ড্রিলশেডে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
তিনি বলেন, কুড়িগ্রামের সম্মানিত ডাক্তারদের সহযোগিতায় এমন মেডিকেল ক্যাম্প প্রায়ই আয়োজন করা হবে। তিনি পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের এই ক্যাম্পে সেবা গ্রহণের আমন্ত্রণ জানান।
এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাইনুদ্দিন আহমেদ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (হেপাটোলজি), এফসিপিএস (মেডিসিন); রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন তসলিমা আক্তার; কুড়িগ্রাম নগর মাতৃসদন কেন্দ্রের ফ্যামিলি প্ল্যানিং কো-অর্ডিনেটর শক্তি শঙ্কর চক্রবর্তী।
দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে শতাধিক পুলিশ ও তাঁদের পরিবারের সদস্যরা সেবা গ্রহণ করেন। পুলিশ সুপার ও জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তাঁরা।
ডা. মাইনুদ্দিন আহমেদ সেমিনারে হেলথ অ্যান্ড হাইজিন, ক্লিনলিনেস ডায়াবেটিস, হাইপারটেনশন, ডেঙ্গু, করোনাসহ জনস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন আলোচনা করেন।