শেরপুরের নালিতাবাড়ীতে বারোমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লিতে ‘ফাতেমা রানী মা মারীয়ার তীর্থোৎসব’ ব্রিফিং প্যারেডে বক্তব্য দেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

শেরপুরের নালিতাবাড়ীতে বারোমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লিতে প্রতিবছরের মতো এবারও ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) শুরু হয়েছে দুদিনব্যাপী ‘ফাতেমা রানী মা মারীয়ার তীর্থোৎসব’।

এই উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গত ২৬ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় বারোমারী মিশন চত্বরে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ-সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় অনুষ্ঠানগুলোর লক্ষ্যই হলো, শান্তশিষ্টভাবে যারা ধর্মীয় কার্যাবলি পালন করতে আসছে তাদের সহোযোগিতা করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা।

পুলিশ সুপার আরও বলেন, সংখ্যালঘু বলে বাংলাদেশ কেউ নেই। সংখ্যালঘু শুধু একমাত্র তারাই, যারা বাংলাদেশের প্রচলিত আইন মানে না, তার মানে সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরা ছাড়া সংখ্যালঘু সম্প্রদায় বলে বাংলাদেশ কেউ নেই বলে আমি বিশ্বাস করি।

পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ ও রেঞ্জের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নৃত্যের মাধ্যমে পুলিশ সুপারকে স্বাগত জানানো হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

ব্রিফিং শেষে পুলিশ সুপার বারোমারী মিশন চত্বরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে বারোমারী মিশনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয়।