রাজবাড়ীতে ৪০০টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সদর থানাধীন রাজবাড়ী পৌরসভা রেলগেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই থানার এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, মো. মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী পৌরসভা রেলগেইট সংলগ্ন মৃধা মাকের্টের একটি দোকানের সামনে থেকে মো. ফজলুর হক (৩২) ও মো. জামাদুল আওয়াল কাউছারকে (৩০) ওই ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।