কুড়িগ্রামে উলিপুর থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের উলিপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে এর আগেও ১২টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামির নাম নিরাশা হোসেন (৩৩)। তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা জব্দ করা হয়।

জেলা পুলিশ জানায়, উলিপুর থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উলিপুর পৌরসভার সর্দারপাড়া রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে নিরাশা হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। এর আগেও তাঁর বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে। নতুন করে গ্রেপ্তারের ঘটনায় উলিপুর থানায় আরও একটি মামলা হয়েছে।