
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো শেরপুর জেলা পুলিশ কর্তৃক বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন এবং শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল আটটায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
মোনাজাত শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে থেকে সুসজ্জিত পুলিশ বাদকদলের ব্যান্ডের তালে শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক
শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পুলিশ সুপার তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা পুলিশের সর্বস্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গসহ ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
মোনাজাত শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে সুসজ্জিত পুলিশ বাদকদলের ব্যান্ডের তালে শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শহীদ শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানে সরাসারি সম্প্রচার এবং জেলা প্রশাসন, শেরপুর কর্তৃক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মো. কামরুজ্জামান বিপিএম।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাঁকেও হত্যা করে। তারই পরিপ্রেক্ষিতে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’প্রতিপাদ্য নিয়ে আজ দ্বিতীয়বারের মতো জাতীয়ভাবে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহের মতো শেরপুরে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে শেখ রাসেল দিবস-২০২২।