
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী।
নিখিল কুমার চাকমার দপ্তরে সোমবার বিকেল ৪টার দিকে দুজনের মধ্যে সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে রাঙামাটি পার্বত্য জেলায় এপিবিএন ফোর্স মোতায়েন ও ক্যাম্প স্থাপনের বিষয়ে সার্বিক আলাপ-আলোচনা করেন দুই কর্মকর্তা।
পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা অতিরিক্ত ডিআইজির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পার্বত্য জেলায় ক্যাম্প স্থাপনের বিষয়ে সার্বিক সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেন।