বরিশালের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ১৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। এ সময় ২৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ১১ অক্টোবর (মঙ্গলবার) এসব অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ জানায়, বরিশালের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ১৪ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। এসব জালের আনুমানিক দাম ৪ কোটি ৩৫ লাখ টাকা। অভিযানে ৭০ কেজি মাছও জব্দ করা হয়।
অভিযানের সময় গ্রেপ্তার ২৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ।