
ফেনীর ছাগলনাইয়া থানায় কর্মরত সব অফিসার ও ফোর্সদের রোল কল গ্রহণ করেছেন ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন। আজ বৃহস্পতিবার এই রোল কল নেওয়া হয়।
ওই সময় আরও উপস্থিত ছিলেন—ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. রফিক আহমেদ ও সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ মুনিরুল ইসলাম।
রোল কলে অফিসার ও ফোর্সদের বিভিন্ন নির্দেশনাসহ বিট পুলিশিং সভার মাধ্যমে থানা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই রোধে বিভিন্ন নির্দেশনা দেন সহকারী পুলিশ সুপার।