চৌমুহনী কাচারী বাড়ি মসজিদে জুমার নামাজের আগে সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন নোয়াখালীর পুলিশ সুপার মো.শহিদুল ইসলাম। ছবি: বাংলাদেশ পুলিশ

আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে সকল ধর্মাবলম্বীদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন এবং কোনো ধরনের গুজবে কান না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।

আজ শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কাচারী বাড়ি মসজিদে জুমার নামাজের আগে সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি এ আহ্বান জানান।

এখানে আরও বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি, ট্রাফিক ইন্সপেক্টর এসএম আসাদুজ্জামান।

পুলিশ সুপার মসল্লিদের উদ্দেশ্যে আরও বলেন, নোয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে। কোনো কুচক্রী মহলকে তা নষ্ট করতে দেয়া যাবে না। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ বছর দূর্গা পুজায় মাঠে কাজ করবে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডিবি পুলিশ।