বিএমপির সহকারী কমিশনার মনিরুল ইসলামকে বৃহস্পতিবার বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী কমিশনার মনিরুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিএমপি কমিশনারের দপ্তরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ফাইন্যান্স) মনিরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিএমপির কমিশনার সাইফুল ইসলাম বিপিএম (বার) বিদায়ী অতিথিকে শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন। ওই সময় তিনি বিদায়ী অতিথির ভবিষ্যৎ সমৃদ্ধি ও পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন।