
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা।
মহানগরীর কাজীর দেউড়ী সংলগ্ন এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে রোববার প্রতিযোগিতার উদ্বোধন হয়।
‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার’ স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এস এম শফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।