
নোয়াখালী সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভার সর্বস্তরের জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান।
সভা সঞ্চালনা করেন সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন, সভাপতিত্ব করেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।