
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, এনডিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা।
খুলনা সার্কিট হাউসে বৃহস্পতিবার বিকেল ৫টার পর নাছিমার সঙ্গে সাক্ষাৎ হয় কেএমপি কমিশনারের।
ওই সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান কেএমপি কমিশনার।
কেএমপি কমিশনারের সঙ্গে ছিলেন অতিরিক্ত কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম, খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, উপকমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন এবং উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।