
ঢাকার কেরানীগঞ্জে গ্যাস বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ১২ বছর বয়সী শিশু মোহাম্মদ ইয়াছিনের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে মৃত্যু হয় শিশুটির।
এর মধ্য দিয়ে আগুনে দগ্ধ ছয়জনেরই মৃত্যু হলো। খবর নিউজবাংলার।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, কেরানীগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ নারী, শিশুসহ ছয়জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে একমাত্র বেঁচে থাকা ইয়াছিন আজ সকালে মারা গেছে। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ৩০ আগস্ট ভোর সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল জাওলাপাড়া এলাকার একটি ভবনের নিচতলায় গ্যাস বিস্ফোরণ থেকে আগুন ধরে। এতে ছয়জন দগ্ধ হয়।