
মেহেরপুরে বিকাশে প্রতারণা ও ভুলক্রমে চলে যাওয়া ১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব টাকা উদ্ধার করে। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের হারানো আটটি মোবাইলও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত টাকা এবং মোবাইল ফোনগুলো মঙ্গলবার মালিকদের কাছে হস্তান্তর করেন মেহেরপুরের পুলিশ সুপার।