প্রতীকী ছবি

বিকাশের কাস্টমার কেয়ার অফিসার সেজে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

ডিএমপি জানায়, সোমবার (৮ আগস্ট) রাতে খিলক্ষেত থানাধীন বেপারীপাড়া এলাকা থেকে আসামি মো. ইমনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপকমিশনার মনিরুল ইসলাম পিপিএম (সেবা) বলেন, বিকাশ কাস্টমার কেয়ারের অফিসার পরিচয়ে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুন সূত্রাপুর থানায় মামলা করেন এক ভুক্তভোগী। মামলাটি তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

তিনি বলেন, তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অপরাধের কৌশল সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, আসামি বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। ঢাকা মহানগর এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের দোকান থেকে গ্রাহকের লেনদেনের তথ্য কৌশলে সংগ্রহ করতেন। পরে সেসব তথ্য সহযোগীদের পাঠাতেন। সহযোগীরা কৌশলে বিকাশ কাস্টমার কেয়ারের অফিসার পরিচয়ে গ্রাহকদের কল দিতেন। এরপর গ্রাহকদের কাছ থেকে পিনকোড নিয়ে বিকাশ নম্বর হ্যাক করে টাকা হাতিয়ে নিতেন।

সূত্রাপুর থানায় করা মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।