
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, লাখো বাঙালির প্রেরণার উৎস, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গভীর শ্রদ্ধাঞ্জলি।
আজ সোমবার হবিগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবু জাহির, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বঙ্গমাতা একসূত্রে গাঁথা, পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অন্যটির কথা কল্পনাও করা যায় না। বঙ্গবন্ধু ছাড়া যেমন বাংলাদেশ ভাবা যায় না, তেমনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাফল্যের ইতিহাস রচনা করাও সম্ভব নয়। তাই বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বঙ্গমাতা প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ; অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ; আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ পৌরসভা; মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হবিগঞ্জ সদর উপজেলা।