পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুরের শাহরাস্তি থানা-পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে শাহরাস্তি থানাধীন বানিয়াচৌ এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. সোহেল (৪৫) কুমিল্লার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।