জামালপুরে পুলিশের উদ্ধার করা অটো গাড়ি। ছবি: বাংলাদেশ পুলিশ।

জামালপুরে গতকাল সোমবার পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী ও তাদের ছিনতাই করা একটি অটোগাড়ি উদ্ধার করেছে।

জেলা পুলিশের নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জের দিকনির্দেশনায় সদর থানায় দায়ের করা মামলার তদন্তকারী অফিসার এসআই মজিবুর রহমান এজাহারনামীয় আসামি আরিফুর রহমান ওরফে শাওন (২৮) এবং মাে. মোস্তফাকে (৩২) গ্রেপ্তার করেন।

পরে তাদের দেখানো মতে নরুন্দি চককল্যাণ গ্রামের আরিফুর রহমান শাওনের বসতবাড়ির উত্তর পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে বাঁশঝাড় থেকে ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটো গাড়িটি উদ্ধার করে । পরে গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।