
হবিগঞ্জের বাহুবল থানার পুঁটিজুড়ি পুলিশ তদন্তকেন্দ্র এবং এর নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন ও সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। ২৭ মে (শুক্রবার) তাঁরা এ পরিদর্শনে যান।
জেলা পুলিশ জানায়, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন ও সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম পরিদর্শনের সময় বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সিলেট রেঞ্জের স্টাফ অফিসার টু ডিআইজি বায়েজিদ বিন মনসুর ও বাহুবল থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান।