
মৌলভীবাজার জেলা পুলিশ লাইনসে কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের এক সপ্তাহব্যাপী ধারাবাহিক দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়।
পুলিশ পরিদর্শক সজল কুমার কানু, রিজার্ভ অফিসের আরওআই আশরাফুল ইসলাম, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাশ এবং প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।