
খুলনায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২-এর উদ্বোধন হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিন সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, এনডিসি। স্বাগত বক্তা ছিলেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেএমপির কমিশনার মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বিপিএম (বার), খুলনা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তালুকদার এবং খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম।