জব্দ করা গাঁজা ও ইয়াবা বড়ি। ছবি: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার সদস্যরা অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা বড়ি, ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি জানায়, গত রোববার (৮ মে) রাতে শাহ আলী থানাধীন ডি ব্লক এলাকা থেকে আসামি নির্মল চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।