
টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ ২০২১-২২-এ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ।
রাজশাহী স্টেডিয়ামে ৭ মে (শনিবার) বিকেল পৌনে ৪টার সময় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার ৬২ মিনিটে পুলিশ এফসির এম এস বাবলু গোল করে দলকে এগিয়ে নেন। বাংলাদেশ পুলিশের কাছে ১-০ গোলে হেরে এবারের লিগে এই প্রথম শেখ জামাল ধানমন্ডি ক্লাব পরাজয়ের স্বাদ পেল। ১৪ ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের পয়েন্ট এখন ১৯।
এর আগে প্রথম পর্যায়ের খেলায় মুন্সিগঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলা ০-০ গোলে ড্র হয়েছিল।