
কিশোরগঞ্জে বেদে ও হিজরা সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের উদ্যোগে নতুন জেলখানা মোড় এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, মারিয়া ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ।
এ সময় কয়েক শ বেদে ও হিজরা সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। ঈদের আগে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।