লালমনিরহাটে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

লালমনিরহাটে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। লালমনিরহাট সদর থানা এলাকা থেকে ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. গোলজার হোসেন রানা ও মো. ফেরদৌস।

জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল ২৮ এপ্রিল বিকেল সোয়া ৩টার দিকে লালমনিরহাট সদর থানার খুনিয়াগাছ এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪১ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী গোলজার ও ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।