গাজীপুরে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বাসন থানা এলাকায় ২৯ এপ্রিল (শুক্রবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. সুজন মিয়া (২৯) ও শাওন ওরফে শুভ (২১)।
জিএমপি জানায়, ডিবির একটি দল জিএমপির বাসন থানার চান্দা চৌরাস্তা সংলগ্ন উনিশে টাওয়ার এলাকায় ২৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে একটি সুইচ গিয়ার চাকুসহ সুজন ও একটি চাকুসহ শাওনকে গ্রেপ্তার করেছে। দুজনের বিরুদ্ধে ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। ২৯ এপ্রিল গ্রেপ্তারের ঘটনায় তাদের বিরুদ্ধে আবারও মামলা হয়েছে।