
বৃহত্তর নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়েই ছুটে গেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম)। অংশ নিয়েছেন আগুন নিয়ন্ত্রণে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চৌমুহনীতে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় চৌমুহনী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামও (পিপিএম) ঘটনাস্থলে ছুটে যান।
চৌমুহনী ফায়ার স্টেশনের ডিউটি ম্যান আবদুস সালাম জানান, পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেই তাৎক্ষণিকভাবে মাইজদী ফায়ার সার্ভিসকে আসতে বলেন।
পুলিশ সুপারের নির্দেশে মাইজদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
এরপরই চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো চৌমুহনী বাজারের উদ্দেশে যাত্রা করে।
