রোহিঙ্গা সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে অভিযানে নেমেছেন এপিবিএন সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ করার পর পার্শ্ববর্তী পাহাড়ে অবস্থান নেন রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ জন্য খুব সহজে তাঁদের ধরা যায় না। ঈদকে সামনে রেখে ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অস্ত্র ও মাদক উদ্ধার এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়েছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোহিঙ্গা সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে এপিবিএন সদস্যদের সতর্ক অবস্থান। ছবি: বাংলাদেশ পুলিশ

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক সদস্যের সমন্বয়ে গঠিত একটি দল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়।
রোহিঙ্গা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করতে আকাশে উড়ছে ড্রোন। ছবি: পুলিশ নিউজ

এপিবিএন জানায়, অভিযানের সময় অপরাধীদের অবস্থান শনাক্ত করতে ড্রোন উড্ডয়ন করা হয়। দুপুর ২টার দিকে শালবাগান ক্যাম্প এলাকায় অভিযান শেষ করে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ছয়টি দেশীয় রামদা জব্দ করা হয়।
উড্ডয়নরত ড্রোন ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন এপিবিএনের একজন কর্মকর্তা। ছবি: বাংলাদেশ পুলিশ