রাজধানীর কদমতলী থেকে অজ্ঞান ও মলম পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ (ডিবি)। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. সুমন ফকির ওরফে সুমন কারাল, মো. মাসুদ মিয়া ওরফে মাসুদ রানা, মো. শামিম গাজী ওরফে শাহিন, মো. ইকবাল হোসেন মল্লিক, আল-আমিন ব্যাপারী ওরফে অনিক, জাকির হোসেন ও খোরশেদ।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৮০টি চেতনানাশক বড়ি, একটি মধুর কৌটা, একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল পিপিএম বলেন, মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ২টা ১৫ মিনিটে কদমতলী থানার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞান ও মলম পার্টির সংঘবদ্ধ সক্রিয় সদস্য। তারা ঢাকা শহরসহ আশপাশের এলাকায় মিশুকচালক, অটোরিকশাচালক, মোটরসাইকেলচালক, প্রাইভেট কারের চালক এবং সাধারণ যাত্রীদের টাগের্ট করত। পরে কৌশলে তাঁদের বিস্কুট, কলা, চা, জুস এবং ফাস্ট ফুড জাতীয় খাবারের সঙ্গে চেতনানাশক বড়ি খাইয়ে লুট করে পালিয়ে যেত।
গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, কদমতলী থানায় মামলা দিয়ে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।