জব্দ করা ফেনসিডিল। ছবি: ডিএমপি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্যালনভর্তি বিপুল পরিমাণ খোলা ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।

ডিএমপি জানায়, সোমবার (২৫ এপ্রিল) বিকেলে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকা থেকে আসামি মো. শাকিল হোসেন, মো. মাহিন ইসলাম ও মো. রনিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ৮ কেজি ৮০০ গ্রাম ফেনসিডিল, ফেনসিডিলের ৭০টি খালি বোতল ও বোতলের ৭০টি কর্ক জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহের পর ফেনসিডিলের বোতল খালি করে গ্যালনে ভরা হতো। পরে গ্যালনভর্তি ফেনসিডিল ঢাকায় এনে পুনরায় বোতলে ভরে বিক্রি করা হতো।

আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।